
সুইজারল্যান্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রোববার (১৩ মার্চ) লুজান শহরের স্থানীয় একটি কমিউনিটি হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম এবং নজরুল ইসলাম জমাদ্দার। সাধারণ সম্পাদক হিসেবে চার জন প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন বর্তমান দায়িত্বে থাকা শ্যামল খান, কারার কাওসার, রহমান খলিলুর মামুন এবং রনি সাব্বির। সম্মেলনে প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
নির্বাচনী বিধান মোতাবেক কাউন্সিলদের পরিচয় পত্র পেশ করে ভোটসহ সব কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। ভোটার তালিকার সঙ্গে নামের অমিল থাকা কেউ কাউন্সিলর হিসেবে গণ্য হবেন না। এবারের সম্মেলনে ১৬০ জন কাউন্সিলর তাদের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। সাত জন নির্বাচন কমিশনারের পক্ষে বিবৃতি দেন আহম্মেদ সয়োপন।
সংলাপ-০৩/১০/০০১/আ/আ