রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সীতাকুণ্ডে মেশিনের আঘাতে শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২ | ৯:০৬ অপরাহ্ণ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ | ৯:০৬ অপরাহ্ণ
সীতাকুণ্ডে মেশিনের আঘাতে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে এলবিয়ন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফেভারিটা লিমিটেড ফ্যাক্টরিতে কাজ করার সময় মেশিনের আঘাতে জাহিদ হোসেন (১৯) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ( ২৬ এপ্রিল) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের রহমতনগর এলাকায় অবস্থিত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হোসেন সীতাকুণ্ডের দক্ষিণ রহমত নগর গ্রামের নুরুল আলমের ছেলে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, এলবিয়নেট ফেভারিটা ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন জাহিদ হোসেন। সকালে কাজ করার সময় পণ্য প্যাকেটজাত করার যন্ত্রের আঘাত লাগে তার মাথায়। এতে তিনি গুরুতর আহত হন। তখন অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট