বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সিলেটে বন্যার্তদের জন্য মন কাঁদছে তামিমের

প্রকাশ: ১৭ জুন ২০২২ | ৮:৫৫ অপরাহ্ণ আপডেট: ১৭ জুন ২০২২ | ৮:৫৫ অপরাহ্ণ
সিলেটে বন্যার্তদের জন্য মন কাঁদছে তামিমের

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। তলিয়ে গেছে সড়ক, বাড়িঘরে ঢুকেছে বন্যার পানি। বিদ্যুৎ সংযোগ এবং যোগাযোগ ব্যবস্থাপনা বিপর্যস্ত। বন্যার্তদের উদ্ধারে ইতমধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের ক্ষণে সিলেটবাসীর জন্য মন কাঁদছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের।

তামিম এখন বাংলাদেশ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন। সিলেটে বন্যা পরিস্থিতির চিত্র দেখে ব্যথিত তামিম সেখান থেকেই আজ (১৭ জুন) নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্ট করেছেন। পোস্টে বন্যার বেশকিছু ছবি জুড়ে দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি সিলেট-সুনামগঞ্জ আজ বিপর্যস্ত ভয়াবহ বন্যায়। বিভিন্ন ছবি দেখে এবং বন্যার খবর জেনে খুব খারাপ লাগছে।’

‘সবাই ধৈর্য রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন। যতটা সম্ভব সবাই দুর্গতদের পাশে থাকুন, পরস্পরের সহায়তা করুন। প্রার্থনা করছি যেন এই বিপদ দ্রুত কেটে যায়। আল্লাহ সবার সহায় হোন।’

সম্পর্কিত পোস্ট