![সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ](https://somoyersonglap.ae/wp-content/uploads/2022/03/1-402.jpg)
সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এর আগে সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে ৩৮ রানের জয় পায় তামিমের দল। জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় প্রোটিয়ারা।
সেঞ্চুরিয়ানে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। আজ যে দল জিতবে, তারাই ট্রফি হাতে তুলবে।
এমন এক মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে বোলিং করবে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ইয়ানেমান মালান, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইন, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রেটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মাহারাজ, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি।
সংলাপ-২৩/০৩/০০৭/আ/আ