
সিডনির কেম্পস ক্রিকের ফার্মহাউজে রবিবার দুপুরে ইএসআই গ্লোবাল, স্বাধীন কণ্ঠ ও স্টার কিডস যৌথভাবে করোনা পরবর্তী মিলন মেলার আয়োজন করে।
স্টার কিডসের সিইও খায়রুল ইসলাম, ইএসআই গ্লোবালের কর্ণধার কাজী এ কাদের আরমান ও স্বাধীন কণ্ঠের প্রধান কাজী এন সাফা আলমগীর অতিথিদের অভ্যর্থনা জানান।
প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে এই মিলন মেলায় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন গাউসুল আলম শাহজাদা, মোহাম্মাদ আলী শিকদার, মাকসুদুর রহমান চৌধুরী, মো আবদুল মতিন, নাইম আবদুল্লাহ, আকিদুল ইসলাম, মিজানুর রহমান সুমন, ভাইটাল আহমেদ, কাজী সুলতানা সিমি প্রমুখ৷
দুপুরের খাবারের পর আগামী প্রজন্মের শিশুদের উৎসাহিত করতে তাদের ছবি আঁকা ও সাংস্কৃতিক আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংবাদিক বৃন্দ। স্বাধীন কণ্ঠের ব্যবস্থাপনায় এই পুরস্কারের আয়োজন করে স্বাধীন কণ্ঠ ও ইএসআই গ্লোবাল।
অতিথিরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের আয়োজনে তাদের পাশে থাকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সিডনির জনপ্রিয় শিল্পী জুটি আতিক হেলাল ও আফরিনা মিতার গানের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সংলাপ-২৭/০৩/০১৪/আ/আ