বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

সিডনিতে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ৪:২৬ অপরাহ্ণ আপডেট: ২৬ মার্চ ২০২২ | ৪:২৬ অপরাহ্ণ
সিডনিতে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া আয়োজন করল প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার (২৬ মার্চ) সিডনির স্কারবরো প্লেগ্রাউন্ড সেন্টারে এই ম্যাচে অসংখ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করে সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন।

প্রতি বছরের ন্যায় এবারও জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া আয়োজন করেছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সংগঠনের সদস্যদের পরিবারসহ সিডনিতে বসবাসরত অনেক বাঙালি এই ইভেন্টে অংশগ্রহণ করেন।

বিজয় দিবস উপলক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ বাড়ৈ আজকের আয়োজন সম্পর্কে বলেন, ‌‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা আত্মদান করেছেন তাদের জন্য আমরা গর্বিত। সেসময় যেমন সকলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের জন্য যুদ্ধ করেছিল তেমনি আজও দেশের স্বার্থে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সকলে মিলে কাজ করা আবশ্যক।

সংগঠনের সভাপতি সমীর সরকার বিজয় দিবসের অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রশান্ত পাড়ের এই দেশে এসেও যে আমরা আমাদের মহান বিজয় দিবস পালন করতে পারছি সেটা খুবই তাত্পর্যপূর্ণ। আমরা প্রত্যাশা করি, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া’র বিভিন্ন আয়োজনের মধ্য বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের বিভিন্ন আখ্যান ও বাঙালি সংস্কৃতির মূল ধারাকে উপস্থাপন করতে আমরা বদ্ধ পরিকর।

তাছাড়া সংগঠনের অন্যতম সদস্য ও আজকের ফুটবল ম্যাচের তত্ত্বাবধয়ক নিকেশ নাগ বলেন, ‘মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল ম্যাচের আয়োজন করার মজাই আলাদা। তাই এই দিনটি স্মরণ করে আমরা একটি উৎসবের আমেজ তৈরি করার প্রয়াস করেছি।’

সংলাপ-২৬/০৩/০০৮/আ/আ

সম্পর্কিত পোস্ট