রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সিডনিতে বাংলাদেশি সত্ত্বাধিকারীকে গ্রাহক পরিসেবায় সংবর্ধনা

প্রকাশ: ১২ মার্চ ২০২২ | ৫:৩৮ অপরাহ্ণ আপডেট: ১২ মার্চ ২০২২ | ৫:৩৮ অপরাহ্ণ
সিডনিতে বাংলাদেশি সত্ত্বাধিকারীকে গ্রাহক পরিসেবায় সংবর্ধনা

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি সত্ত্বাধিকারীকে গ্রাহক পরিসেবায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে সিডনির ম্যাকার্থার স্কোয়ারে পেটিট প্যাপিলনস ব্রাসেরির (রেস্তোরাঁ) তাদের কোয়ার্টার সেঞ্চুরি উদযাপন করে।

২৫ তম বার্ষিকীর প্রাত:রাশে ম্যাকার্থারের ফেডারেল সদস্য ড. মাইক ফ্রিল্যান্ডার এমপি, ফেডারেল সদস্য ওয়েরিওয়া অ্যান স্ট্যানলি এমপি, ম্যাকুরিফিল্ডের সদস্য আনোলাক চ্যান্টিভং এমপি ও ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরীসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের শীর্ষ গ্রাহক পরিসেবা ও মুখরোচক খাবার পরিবশনের জন্য অতিথিরা ক্যাফের সত্ত্বাধিকারী বাংলাদেশী বংশোদ্ভুত আব্দুল খান রতনকে আন্তরিক ধন্যবাদ জানান।
ওয়ান এজেন্সি মিন্টু ও ইঙ্গেলবার্নের পরিচালক সৈয়দ আকরাম উল্লাহও পেটিট প্যাপিলন রেস্তোরাঁর টিম তাদের ২৫ বছরের মাইলফলক অর্জনের জন্য অভিনন্দন জানান।

সংলাপ-১২/০৩/০০৩/আ/আ

সম্পর্কিত পোস্ট