বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সিডনিতে বাংলাদেশি অথেনটিক রেঁস্তোরা ‘মেজবানি’র যাত্রা শুরু

প্রকাশ: ১৪ মে ২০২২ | ৫:৪৯ অপরাহ্ণ আপডেট: ১৪ মে ২০২২ | ৫:৪৯ অপরাহ্ণ
সিডনিতে বাংলাদেশি অথেনটিক রেঁস্তোরা ‘মেজবানি’র যাত্রা শুরু

সিডনির মিন্টুতে যাত্রা শুরু করেছে বাংলাদেশি অথেনটিক রেঁস্তোরা ‘মেজবানি’। দেশীয় ঘরোয়া খাবারের স্বাদে ভোজন প্রিয়দের সেবার অঙ্গীকার নিয়ে শনিবার দুপুরে রেঁস্তোরাটির গ্রান্ড ওপেনিং এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি অব ক্যাম্পবেল টাউনের মেয়র জর্জ গ্রেসিস, সাংবাদিক নেতৃবৃন্দ সহ অন্যান্য অতিথিরা

মেজবানি রেঁস্তোরার পরিচালক মাসুম রানা, রোমানা হাসান ও মোহাম্মাদ রাশেদুল আলম অতিথিদের অভ্যর্থনা জানিয়ে বলেন, প্রবাসী বাঙালিরা শত ব্যস্ততার মাঝেও দিন শেষে বাঙালিয়ানা খাবারের স্বাদ খোঁজেন। বিদেশের মাটিতে স্বদেশী বাঙালির প্রিয় খাবার সংস্কৃতির রন্ধন শৈলী টিকিয়ে রাখতেই মেজবানির যাত্রা শুরু।

তারা আরও বলেন, বিভিন্ন কমিউনিটি ও রাজনৈতিক দল ও সামাজিক যেকোন অনুষ্ঠান পালনের জন্য আমাদের রেঁস্তোরায় রয়েছে ঘরোয়া পরিবেশ। অনুষ্ঠানে অতিথিদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

সম্পর্কিত পোস্ট