প্রকাশ: ৫ মার্চ ২০২২ | ১০:০৯ অপরাহ্ণ আপডেট: ৫ মার্চ ২০২২ | ১০:১২ অপরাহ্ণ

সিডনিতে প্রবাসী সংগঠন ভবের হাটের উদ্যোগে বাংলাদেশি কবি, লেখক ও সাংবাদিক নাইম আবদুল্লাহকে কমিউনিটি সাংবাদিকতায় বিশেষ অবদানের সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টায় সিডনির গ্রেগ পারসিভাল হল ইঙ্গেলবার্নে বাউল গানের আসর সিজন সিক্স-এ এই সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা সূচক টফি ক্রেস্ট ফুলের তোলা তুলে দেন ড. নিজামউদ্দিন আহমেদ।
ভবের হাট-এর পরিচালক ও নির্দেশক ফারিয়া আহমেদে বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে সাংবাদিক নাইম আবদুল্লাহ সিডনি কমিউনিটির সব সংবাদ অত্যন্ত যত্ন ও আগ্রহের সাথে বাংলাদেশসহ সারা বিশ্বের সংবাদ ও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।
আমরা এই গুণী সাংবাদিকের কাছে কৃতজ্ঞ।
এছাড়াও সিরাজুস সালেকিন ও ড. কাইউম পারভেজকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সিডনি প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংলাপ ০৫/০৩/০১০ আজিজ