মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

সিডনিতে জাতীয় শোক দিবস পালন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২ | ৬:১৩ অপরাহ্ণ আপডেট: ১৭ আগস্ট ২০২২ | ৬:১৩ অপরাহ্ণ
সিডনিতে জাতীয় শোক দিবস পালন

সিডনিতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয়। এরপর কনস্যুলেট কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যগণ কালো ব্যাজ ধারণ শেষে কনসাল জেনারেল কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির সাউথ প্যারামাটা ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হন। সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গনে শোক দিবসের গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচির মধ্যে ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১৫ই আগস্টের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন, পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পরাষ্টমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে কনসাল জেনারেল বঙ্গবন্ধুর গৌরবময় জীবন, কর্ম ও দেশের প্রতি তার অসামান্য অবদানের ওপর বক্তব্য পেশ করেন।

সম্পর্কিত পোস্ট