প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২ | ৫:২২ অপরাহ্ণ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ | ৫:২২ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী মুসলমানদের সংগঠন ম্যাকুরিফিল্ড ইসলামিক এডুকেশন সেন্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় ম্যাকুরিফিল্ডস্থ অ্যাডভেনটিস্ট কলেজ অডিটরিয়ামে বিগত বছরের ধারাবাহিকতায় সেন্টারটি ইফতারের আয়োজন করা হয়।
জ্যাকব চৌধুরীর ব্যবস্থাপনায় পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
ইসলামিক এডুকেশন সেন্টারের ইফতার আয়োজনে সার্বিক সহযোগিতা করেন, ইসমাইল মিয়া, মারুফ, ফরহাদ, ফয়েজ প্রমুখ। তারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে উপস্থিত মুসল্লিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ইফতার অনুষ্ঠানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিরা উপস্থিত ছিলেন।