
বাংলাদেশ অস্ট্রেলিয়া ফ্যাশন এসোসিয়েশন (বাফা) শনিবার (২৩ এপ্রিল) এবং আজ ২৪ এপ্রিল (রবিবার) সিডনির ওরিয়ন ফাংশন সেন্টার, ক্যাম্পসিতে গ্র্যান্ড সিডনি ঈদ বাজারের আয়োজন করেছে। সবার জন্য উম্মুক্ত এই ঈদ বাজারে রয়েছে ফ্যাশন শো, বাহারি ডিজাইনের শাড়ি, কামিজ, ফতুয়া, গহনা, টিপসহ শিশুদের বিনোদন ও সুস্বাদু ইফতারির স্টল।
বাফা মূলত বাংলাদেশি একটি বুটিক সংস্থা। এটি অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার, বুটিক মালিক ও উদ্যোগীদের একটি প্লাটফর্মে সংযুক্ত রাখার পাশাপাশি বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার কাজ করছে। ঈদ বাজার ঘুরে একজন ক্রেতা জানান, যারা একটু ভিন্ন ও ব্যতিক্রমী পণ্য পছন্দ করেন এবং দেশীয় পণ্যের খোঁজ করেন, তাদের জন্য এই আয়োজনটি দারুণ মানানসই। পছন্দ সই পোশাক, গহনা, খাবার ও মন খুলে গল্প করার জন্য হলেও একটিবার সবার ঈদ বাজারটি ঘুরে আসা প্রয়োজন। গ্র্যান্ড সিডনি ঈদ বাজার সকাল ১১টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে।