বিডিহাব সিডনির আয়োজনে এবং ব্লুস্কাই প্রোপার্টি বিল্ডার্স এর স্পন্সরে টানা দু’সপ্তাহব্যাপী ‘অকশন ব্রিজ টুর্নামেন্ট’ ২২ ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে দু’গ্রুপে ১০ টি টিম লীগ পর্যায়ে খেলা শেষে দুই গ্রুপের চ্যান্পিয়ন এবং রানার আপ মিলে চারটি টিম সেমিফাইনালে খেলে সর্বশেষ দু’টি টিম ফাইনালে অংশগ্রহণ করে।
চুড়ান্ত খেলাটি উদ্বোধন করেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর ডারসী লাউন্ড এবং কাউন্সিলর মাসুদ চৌধুরী। সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ।
দু’টি অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল জলিল, মো. সফিকুল আলম সফিক, আব্দুল খান রতন, ব্লুস্কাই প্রোপার্ট বিল্ডার্সের স্বত্বাধিকারী রবিন, সাজ্জাদ সিদ্দিক, মোহাম্মাদ টিপু, প্লাবন, মীরাজ, শাহীন প্রমুখ। পুরস্কার বিতরণ শেষে জিয়াউল ইসলাম তমালের লাইভ মিউজিক এবং ডিনারের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
সংলাপ-২০/০৩/০০৮/আ/আ