সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

সিটিডি কম্পাউন্ড দখলে নেওয়া জঙ্গিদের হত্যা করা হয়েছে, দাবি পাকিস্তানের

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২ | ১০:১৫ অপরাহ্ণ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ | ১০:১৫ অপরাহ্ণ
সিটিডি কম্পাউন্ড দখলে নেওয়া জঙ্গিদের হত্যা করা হয়েছে, দাবি পাকিস্তানের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নুরে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) কম্পাউন্ডে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলি করে হত্যা করা হয়েছে। জঙ্গিদের দখলে থাকা ওই কম্পাউন্ড মুক্ত করতে চালানো ‘সার্চ অ্যান্ড কিল’ অভিযানও সমাপ্ত ঘোষণা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাতে এই খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। তবে ঘটনাস্থলের আশপাশ এলাকায় কোনো জঙ্গি লুকিয়ে আছে কিনা বা যেকোনো ধরনের জঙ্গি হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনী এখনো চিরুনি অভিযান চালাচ্ছে।

নিরাপত্তা বাহিনীর ওই সূত্রটি জানিয়েছে, জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন। এই ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

এর আগে আজ সিটিডির ওই কম্পাউন্ড জঙ্গিদের দখলমুক্ত করতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। বিষয়টি নিশ্চিত করে অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন, জিম্মি দশা কাটাতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

এদিকে জিও নিউজের বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়, সিটিডির কম্পাউন্ডের ভেতর গোলাগুলি চলার সময় ধোঁয়া উড়তে দেখা গেছে।

গত রোববার সিটিডি কম্পাউন্ড দখলে নেয় জঙ্গিরা। পরে সিটিডি কর্মীদের জিম্মি করে তারা। বিষয়টি সমাধানে পাকিস্তান সরকার ও জঙ্গিদের মধ্যে আলোচনাও হয়েছিল। তবে দীর্ঘ সময় আলোচনা হলেও কোনো অগ্রগতির খবর সংবাদমাধ্যমে পাওয়া যায়নি। এরপরই আজ নিরাপত্তা বাহিনীর এ অভিযানের খবর জানা গেল। এর আগে সিটিডি কম্পাউন্ড দখলের খবরের পর টিটিপি ও অনুরূপ গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানকে নিঃশর্ত সহায়তার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র।

এ ছাড়া বান্নুর উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে বলা হয় এবং বান্নুতে অবস্থিত স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া বান্নুর হাসপাতালগুলোতে জারি করা হয় উচ্চ সতর্কতা এবং মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট