সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের নিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে কাজ করছে ২৪ এশিয়া। এই সংগঠনের মাধ্যমে প্রবাসীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং উন্নত ক্যারিয়ার তৈরি করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন কোর্সের সুযোগ পাচ্ছেন। এতে করে নতুন কিছু শেখা ও জানার আগ্রহ নিয়ে নিজের ক্যারিয়ার গড়তে বিভিন্ন সেক্টরের প্রবাসীরা যুক্ত হচ্ছে ‘২৪ এশিয়া’-এর সঙ্গে।
২৪ এশিয়া সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের কম্পিউটার ট্রেনিং, ফটো গ্রাফিক্স, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং ও টিভি হোস্টিংসহ আরও অনেক ধরনের প্রশিক্ষণ দিয়ে আসছে। সংগঠনটি বর্তমানে সিঙ্গাপুরে বসবাসকারী প্রবাসীদের জন্য তাদের সুবিধার কথা চিন্তা করে সেখানে একটি সুনামধন্য ইউনিভার্সিটিতে ফিজিক্যাল ক্লাস করানো শুরু করেছে।
Singapore Management University তাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার করার সুযোগ করে দিয়েছে প্রবাসীদের জন্য এবং Singapore Ministry of Manpower এর সহযোগিতায় সিঙ্গাপুরে বিভিন্ন প্রান্তের প্রবাসীরা যুক্ত হচ্ছে এবং প্রশিক্ষণ নিচ্ছে।
যে কোনো প্রবাসী চাইলেই যুক্ত হয়ে নিজের পছন্দ মতো যে কোনো বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারছে। বর্তমান প্রতিযোগিতামূলক শ্রমবাজারে নিজের শক্ত অবস্থান তৈরি করে সুনাম আর্জন করছেন প্রবাসী বাংলাদেশিরা।
২৪ এশিয়ার কর্ণধার নাজমুল খান জানান, প্রতিযোগিতামূলক শ্রমবাজারে আমাদের দেশের যে সকল প্রবাসীরা দক্ষতার দিক থেকে পিছিয়ে আছে তাদের এই প্লাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সহযোগিতা করতে চাই। যাতে করে সিঙ্গাপুরে কাজ করতে আসা প্রবাসীরা নিজের শক্ত অবস্থান তৈরি করতে পারে।
সংলাপ-২৯/০৩/০০৩/আ/আ