শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সিঙ্গাপুরে কোনী আইলেন্ডে বিচ ক্লিনিং প্রোগ্রাম

প্রকাশ: ৩০ মার্চ ২০২২ | ৮:০১ অপরাহ্ণ আপডেট: ৩০ মার্চ ২০২২ | ৮:০১ অপরাহ্ণ
সিঙ্গাপুরে কোনী আইলেন্ডে বিচ ক্লিনিং প্রোগ্রাম

সিঙ্গাপুরে সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন The24asia সিঙ্গাপুরের কোনী আইলেন্ডে বিচ ক্লিনিং প্রোগ্রাম করেছে। গত ২৭ই মার্চ ২৪ এশিয়ার ভলান্টিয়াররা, National Environment Agency (NEA) এবং I CARE SMALL FOUNDATION এর সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবীরা বিচে এবং পানিতে পড়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা এবং প্লাস্টিক বর্জ্য অপসারণ করে।

যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে সমুদ্রের পরিবেশ নষ্ট হচ্ছে, জলজ প্রাণীর ক্ষতিসাধন ও বাস্তুসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়ছে। তাই সবাইকে পরিবেশ রক্ষায় সমুদ্র বাঁচাতে কাজ করতে হবে বলে মনে করে টিম ২৪ এশিয়া। প্রকৃতি ও পরিবেশ যেমন আমাদের অনেক উপকার করে ঠিক তেমনি আমাদের কিছু ভুলের কারণে আমাদের ফেলে আসা ময়লা-আবর্জনা সমুদ্র সৈকতের সৌন্দর্য নষ্ট করে থাকে। এই কারণে আমাদের পরিবেশেরও ক্ষতি হচ্ছে এবং আমরা বিশ্ববাসী পড়ছি হুমকির মুখে।

তাই সবার মাঝে সচেতনতা বাড়াতে ‘বিচ ক্লিনিং প্রোগ্রামের আয়োজন করা হয়, যেটি ২৪ এশিয়ার স্বেচ্ছাসেবীরা সফলভাবে সম্পন্ন করেছে, ২৪এশিয়ার সকল কাজের পাশে থেকে সহযোগিতা করার জন্য Singapore Ministry of Manpower এর প্রতি ভলান্টিয়াররা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই প্রোগ্রামে ২৪ এশিয়ার প্রায় ৩০ জন ভলেন্টিয়ার অংশগ্রহণ করে সফল ভাবে শেষ করেছেন।

সংলাপ-৩০/০৩/০০৫/আ/আ

সম্পর্কিত পোস্ট