রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সিঙ্গাপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

প্রকাশ: ৭ মার্চ ২০২২ | ৯:৪৪ অপরাহ্ণ আপডেট: ৭ মার্চ ২০২২ | ৯:৪৪ অপরাহ্ণ
সিঙ্গাপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

আজ সোমবার সারাদেশের ন্যায় সিঙ্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে হাইকমিশন।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের সূচনা করেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মো. তৌহিদুল ইসলাম, এনডিসি।

বিকেলের ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া বাণী পড়ে শোনানো হয়। এসময়ে জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপরে নির্মিত একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শিত হয়। আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণকে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের মূল সূত্র হিসেবে আখ্যায়িত করে এর অনন্য সাধারণ বৈশিষ্টসমূহের কথা তুলে ধরেন।

বাংলাদেশের হাইকমিশনার বলেন, ‘৭ই মার্চের ভাষণ কেবল একটি বক্তৃতাই নয়, এটি ছিলো স্বাধীনতাকামী একটি জাতির জন্য একজন দূরদর্শী রাষ্ট্রনায়কের রাজনৈতিক ভাবে ভারসাম্যপূর্ণ-কৌশলী-পূর্ণাঙ্গ দিকনির্দেশনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংলাপ ০৭/০৩/০১৪ আজিজ

সম্পর্কিত পোস্ট