সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

সিএমপি কমিশনারের ভোট কেন্দ্র পরিদর্শন

প্রকাশ: ৭ অক্টোবর ২০২১ | ৩:০০ অপরাহ্ণ আপডেট: ৭ অক্টোবর ২০২১ | ৩:০০ অপরাহ্ণ
সিএমপি কমিশনারের ভোট কেন্দ্র পরিদর্শন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে।নির্বাচিত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মৃত্যুবরণ করায় এই ওয়ার্ডে আজ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

ইভিএমের মাধ্যমে ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

চকবাজার ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন।

সকাল সাড়ে দশটায় ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

ভোট কেন্দ্রগুলোতে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। কাউন্সিলর পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এদের মধ্যে বিএনপি দলীয় ১ জন এবং আওয়ামী লীগের ২০ জন প্রার্থী রয়েছেন।

সম্পর্কিত পোস্ট