
রাজধানীর ডেমরা এবং গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গত ২১ এপ্রিল র্যাব-১ এর একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কক্সবাজার থেকে ট্রাকযোগে কিছু মাদক কারবারি ইয়াবাসহ গাজীপুরের দিকে আসছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে দলটি সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে সেনা কল্যাণ ভবনের সামনে সড়কে চেকপোস্ট স্থাপন করে মাদক কারবারি জসিম উদ্দিন (২৮) ও মো. রাসেলকে (২০) ৯ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ আটক করে।
একই দিন সন্ধ্যায় অপর অভিযানে র্যাব-১ এর অপর একটি দল রাজধানীর ডেমরা থানাধীন মিরাপাড়া, রামপুর বনশ্রী-স্টাফ কোয়ার্টার হাইওয়ে রোডের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে মোছা. নিলুফা বেগম (২৮) নামে এক মাদক কারবারিকে ১৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধার করা মাদক ও আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।