শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ ছিলো ১২ ঘন্টা, চট্টগ্রামে ৩০ ঘন্টা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ১২:২১ অপরাহ্ণ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ৮:১০ অপরাহ্ণ
সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ ছিলো ১২ ঘন্টা, চট্টগ্রামে ৩০ ঘন্টা

কোনরূপ পূর্ব ঘোষনা ছাড়া বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা। এক্সেক করা যায়নি ফেইসবুকে। তেমনি কেনাকাটা, মোবাইলে আর্থিক সেবাভিত্তিক লেনদেন, অ্যাপভিত্তিক রাইড শেয়ারিংয়ের মত জরুরি কিছু সেবা থেকে বঞ্চিত হয়েছেন মোবাইল ইন্টারনেট গ্রহণকারীরা। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে শুক্রবার ভোর ৫টা থেকে দেশে থ্রিজি ও ফোরজির উচ্চগতির ইন্টারনেট সেবা বন্ধ রাখে মোবাইল ফোন অপারেটরগুলো। সেই সেবা ফিরতে শুরু করে বিকাল ৫টার পর। তবে সারাদেশে ৫ টার পর ফিরে এলেও চট্টগ্রামে ইন্টারটেন সেবা ফিরে আজ সকাল ১০টার পর।

সোশাল মিডিয়ায় সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে কুমিল্লাসহ কয়েকটি জেলায় দুর্গা পূজার মণ্ডপ ও মন্দিরে হামলা-ভাংচুরের পর বুধবার থেকেই ছয় জেলায় উচ্চগতির ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল। শুক্রবার বিজয়া দশমীর দিন সকাল থেকে সারা দেশেই তা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয় বলে জানান টেলিকম অপারেটদের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে এত দীর্ঘসময় উচ্চগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখার বিষয়ে সরকার বা বিটিআরসির তরফ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

অ্যাপভিত্তিক রাইড সেবা ব্যবহার করতে বেকায়দায় পড়েন সবচেয়ে ব্যবহারকারীরা। সকাল থেকেই উবার ও পাঠাওসহ অন্যান্য রাইড শেয়ারিং সেবা কার্যত কাজ করেনি। আর্থিক লেনদেনের মত জরুরি কাজও বাধাগ্রস্ত হয়েছে ইন্টারনেট সেবা বন্ধ থাকায়। বিকাশ, নগদ ও রকেটের মতো আর্থিক লেনদেনের অ্যাপ ব্যবহার করে করতে পারেননি ব্যবহারকারীরা।

সম্পর্কিত পোস্ট