উত্তর জেলা আওয়ামী লীগের সম্প্রীতি সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, স্বাধীনতার চেতনা বিরোধী একটি মহল দেশের আবহমান কালের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে পরিকল্পিতভাবে একের পর এক ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তারা অতীতেও এই ধরনের হামলা চালিয়েছিল। কিন্তু বাংলার মানুষ তাদের প্রতিহত করেছিল। ইতিমধ্যে প্রধানমন্ত্রী হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, যারা এসব অপকর্মে জড়িত তাদের চরম শিক্ষা দেয়া হবে।
মঙ্গলবার দোস্ত বিল্ডিং চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি মিছিলোত্তর সম্প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান বলেন, এসব দেশবিরোধী অপশক্তিকে কিভাবে মোকাবিলা করতে হয় তা আওয়ামী লীগ কর্মীদের ভালো করেই জানা আছে।
যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চলনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মো আবুল কালাম আজাদ, মহিউদ্দিন রাশেদ, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাফর আহমেদ, সাবেক বন ও পরিবেশ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সাবেক শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বেদারুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবর্তী, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ইঞ্জিঃ মেজবাউল আলম লাভলু, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জু, মো সেলিম উদ্দিন, এস এম গোলাম রব্বানী, সাহেদ সরওয়ার শামীম, মো ইসমাঈল, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ প্রমুখ।
সমাবেশ শেষে শান্তি মিছিল দোস্ত বিল্ডিং চত্বর থেকে শুরু হয়ে স্টেশন রোড নিউ মার্কেট কোতোয়ালী হয়ে পুনরায় দোস্ত বিল্ডিং চত্বরে এসে শেষ হয়।