অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আট বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা ৭ নম্বরের বিশেষ জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এরপর ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলা করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম।
অভিযোগপত্রে বাবরের বিরুদ্ধে ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়। তার অবৈধ সম্পদের মধ্যে প্রাইম ব্যাংক ও এইচএসবিসি ব্যাংকে দুটি এফডিআর-এ ৬ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার টাকা। এছাড়াও বাড়ি নির্মাণ বাবদ ২৬ লাখ ৪২ হাজার টাকা গোপনের কথা উল্লেখ করা হয়।
ইতোপূর্বে ২০০৪ সালের গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে বাবরের মৃত্যুদণ্ডের সাজা হয়েছে।