শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সাংবাদিকদের জন্য বিমা ব্যবস্থা চালুর অনুরোধ তথ্যমন্ত্রীর

প্রকাশ: ৩ নভেম্বর ২০২১ | ৯:৩২ অপরাহ্ণ আপডেট: ৩ নভেম্বর ২০২১ | ৯:৩২ অপরাহ্ণ
সাংবাদিকদের জন্য বিমা ব্যবস্থা চালুর অনুরোধ তথ্যমন্ত্রীর

সাংবাদিকদের জন্য বিমার ব্যবস্থা চালুর অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, একজন সাংবাদিক এত বছর চাকরি করার পর শূন্য হাতে ফেরত যাবে-এটি কখনও হয় না, এটি হওয়া উচিত নয়। কারণ যারা সাংবাদিকতা করে তারা মেধা ও যোগ্যতায় অনেকের চেয়ে ভালো। কিন্তু তাদের চাকরিতে যে পাওনা কিংবা চাকরির শেষে যে পাওনা, সেটি অনেকের থেকে কম। সেটি হওয়া অনুচিত।

এ সময় বিএফইউজের নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক, সহসভাপতি মধুসূদন মণ্ডল, মহাসচিব দীপ আজাদ, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, কোষাদক্ষ খায়রুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক সেবিকা রাণী, কার্যনির্বাহী সদস্য ড. উত্তম কুমার সরকার, শেখ নাজমুল হক সৈকত উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, গত এক দশকে গণমাধ্যমের ব্যাপক বিস্তৃতি ঘটেছে, পাশাপাশি সাংবাদিকদের সংখ্যাও বেড়েছে। বর্তমানে দৈনিক পত্রিকা ৪৫০ বা তারও বেশি, টেলিভিশন চ্যানেল ১০টা থেকে ৩৪টা ও অনলাইনসহ গণমাধ্যমের ব্যাপক বিস্তৃতি ঘটেছে। পাশাপাশি নানা ধরনের সমস্যাও দেখা দিয়েছে। গণমাধ্যমের সমস্যাগুলোকে আমার নিজের সমস্যা মনে করে সমাধানের চেষ্টা করেছি।

গণমাধ্যমকর্মী আইন চূড়ান্ত পর্যায়ে উল্লেখ করে তিনি বলেন, খুব চেষ্টা করা হচ্ছে আগামী সংসদে গণমাধ্যমকর্মী আইন নিয়ে যাওয়ার জন্য। সম্প্রচার আইন নিয়েও কাজ চলছে, সেটি অনেক দূর এগিয়েছে।

সম্পর্কিত পোস্ট