শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

সয়াবিন তেলের দাম বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের

প্রকাশ: ৯ নভেম্বর ২০২২ | ৩:২৯ অপরাহ্ণ আপডেট: ৯ নভেম্বর ২০২২ | ৩:২৯ অপরাহ্ণ
সয়াবিন তেলের দাম বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের

সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার মান অবমূল্যায়নের কারণে সংগঠনটি এ প্রস্তাব দেয়। প্রস্তাবের বিপরীতে নতুন করে সয়াবিন তেলের দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

গত ৩ অক্টোবর বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৪ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৭ টাকা কমানো হয়। সেই দাম অনুযায়ী, এখন পর্যন্ত প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৭৮ টাকা, খোলা সয়াবিন তেল ১৫৮ টাকা লিটার এবং ৫ লিটারের বোতল ৮৮০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রস্তাবিত মূল্যবৃদ্ধি কার্যকর হলে প্রতি লিটার বোতলজাত তেলের দাম ১৯৩ টাকা, পাঁচ লিটারের বোতলের দাম ৯৫৫ টাকা ও খোলা সয়াবিনের প্রতি লিটারের দাম দাঁড়াবে ১৭৩ টাকায়।

তেলের দাম বাড়ানোর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি সরকার। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দাম বাড়ানোর প্রস্তাবে ট্যারিফ কমিশন কাজ করছে। তারা আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর এলসির কাগজপত্র যাচাই বাছাই শেষে ফলাফল জানাবে। সে মোতাবেক সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

সম্পর্কিত পোস্ট