শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সময়ের সংলাপ উদ্বোধনের প্রাক-প্রস্তুতি সভা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ১১:৪২ অপরাহ্ণ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ১১:৪৭ অপরাহ্ণ
সময়ের সংলাপ উদ্বোধনের প্রাক-প্রস্তুতি সভা

কোটি প্রবাসীর মুখপত্র স্লোগানে সংযুক্ত আরব আমিরাত থেকে নতুনমাত্রায় ফিরছে আমিরাতের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘সময়ের সংলাপ’। ২০০৫ সাল থেকে আরব আমিরাতে ম্যাগাজিন আকারে এটি প্রকাশিত হলেও এবার অনলাইন নিউজ পোর্টাল, ই-পেপার ও ভিজ্যুয়াল রিপোর্ট নিয়ে নতুন আঙ্গিকে যাত্রা করছে এই সংবাদমাধ্যম। একঝাঁক তরুণ সংবাদকর্মীর প্রচেষ্টা ও পরিশ্রমে দ্রুত সময়ের মধ্যে আবারও পাঠকের অন্তরে ঠাই করে নিবে সময়ের সংলাপ। এমনটাই মনে করছেন সময়ের সংলাপ’র সম্পাদক শিবলী আল সাদিক।

দুবাইয়ে শুক্রবার ( ১৫ অক্টোবর) সময়ের সংলাপের আনুষ্ঠানিক যাত্রার প্রাক-প্রস্তুতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায সম্পাদক এমন মতামত ব্যক্ত করেন।

প্রতিনিধি ও সম্পাদনা পরিষদের উপস্থিতিতে সভায় সম্পাদক শিবলী আল সাদিক বলেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভিউয়ার’ গুণব না। বরং আমাদের দৃষ্টি থাকবে সংবাদের বস্তুনিষ্ঠতা ও সংবাদ পরিবেশনের মানের উপর। সংবাদের মান ও পরিবেশনা ঠিক থাকলে পাঠক অতি দ্রুত সময়ের সংলাপকে আপন করে নিবে।

সভায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সময়ের সংলাপের নির্বাহী সম্পাদক কামরুল হাসান জনি, আবাসিক প্রতিনিধি সিরাজুল হক, আইটি প্রতিনিধি মুহাম্মদ ইছমাইল, নিজস্ব প্রতিবেদক খুরশেদুল আলম জাসেদ, নিজস্ব প্রতিবেদক আশরাফুল ইসলাম ভূঁইয়া, দুবাই প্রতিনিধি ইরফানুল ইসলাম, নাছিম উদ্দিন আকাশ, মহিউল করিম আশিক প্রমুখ।

সম্পর্কিত পোস্ট