শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২২ | ৪:৫৮ অপরাহ্ণ আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২২ | ৪:৫৮ অপরাহ্ণ
সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত

এশিয়া কাপের সুপার ফোরের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ৮ টায় মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শত চেষ্টা করেও পাকিস্তানের সাথে ৫ উইকেটে হেরে হেরেছেন রোহিত শর্মার দল। তাই আজ জয়ের জন্য সর্বস্ব দিয়ে খেলবেন তারা।
যদি আজকের ম্যাচে ভারত শ্রীলঙ্কার সাথে হেরে যায়, তাহলে তাদের এশিয়া কাপের স্বপ্ন শেষ যাবে। যদিও এ ম্যাচ জিতে ফাইনালে খেলার আশা বেঁচে থাকবে। অন্যদিকে ভারতকে হারাতে পারলে ফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত হবে যাবে শ্রীলঙ্কার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ২৫ ম্যাচে মাঠে নেমেছে ভারত। এর মধ্যে ১৭ ম্যাচে জয় পান রোহিত-কোহলিরা। অন্যদিকে শ্রীলঙ্কা জেতে ৭ ম্যাচে। অমীমাংসিত হয় এক ম্যাচ। তবে এশিয়া কাপে দুদলের জয়-হার সমান-সমান। ২০ ম্যাচের মধ্যে সমান ১০ বার করে জয় পেয়েছে ভারত ও শ্রীলঙ্কা।

এর আগে এশিয়া কাপের গ্রুপ পর্বের দুই ম্যাচের দুটিতেই জয় পায় ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও হংকংকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে জায়গা করে নেয় রোহিত শর্মার দল।

কিন্তু সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হারে দলটি। বিরাট কোহলির হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ পায় ভারত। ৪৪ বলে ৬০ রানের দারুণ এক ইনিংস খেলেন কোহলি।

জবাবে ওপেনার মোহম্মদ রিজওয়ানের দুর্দান্ত লড়াকু ইনিংসের সঙ্গে মিডল-অর্ডারে মোহাম্মদ নওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে ভারতকে ৫ উইকেটে হারের স্বাদ দেয় পাকিস্তান। রিজওয়ান ৫১ বলে ৭১ ও নওয়াজ ২০ বলে ৪২ রান করেন। নওয়াজের ৪২ রানের ইনিংসটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষদিকে ৮ বলে ১৬ রানের ইনিংস খেলে পাকিস্তানের জয়ে ভূমিকা রাখেন আসিফ আলি।

অন্যদিকে বি-গ্রুপের দুই ম্যাচের একটিতে জয় এবং একটিতে পরাজয় বরণ করে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল লঙ্কানরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২ উইকেটে নাটকীয় জয় দিয়ে দ্বিতীয় অবস্থান থেকে সুপার ফোরে খেলার সুযোগ পায় দাসুন শানাকার দল। বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৮৪ রান টপকে যায় তারা। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারায় শ্রীলঙ্কা। এই ম্যাচের জয় দিয়ে গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে হারের প্রতিশোধ নেয় লঙ্কানরা।

আফগানদের ১৭৬ রানের টার্গেট স্পর্শ করে ৪ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা। এবার ভারতের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া তারা। দলের স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা বলেন, শেষ দুই ম্যাচের জয় আমাদের দলের মনোবল চাঙ্গা করে দিয়েছে। তাই শক্তিশালী ভারতকে হারানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। নিজেদের সেরাটা খেলতে পারলে, জয় অসম্ভব কিছুই না।

সম্পর্কিত পোস্ট