শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদের পঞ্চম বর্ষপূর্তি

প্রকাশ: ২১ মার্চ ২০২২ | ৪:৩০ অপরাহ্ণ আপডেট: ২১ মার্চ ২০২২ | ৪:৩০ অপরাহ্ণ
সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদের পঞ্চম বর্ষপূর্তি

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসাবে মাদরাসার ইউনিফর্ম বিতরণ ও দুপুর ভোজ আয়োজনের মধ্য দিয়ে ৫ম বর্ষপূর্তি উদযাপন করেছে সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ।

রোববার (২০ মার্চ) সন্দ্বীপ উপজেলার ১১নং মুছাপুর ইউনিয়নের, ৮নং ওয়ার্ড অবস্থিত হাজী তাহেরা মর্জিনা মোমেনা হাফেজিয়া বালক-বালিকা মাদরাসা ও এতিমখানায় সংগঠনটির ৫ম বর্ষপূর্তি উপলক্ষে ২৬ জন্য শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা ও সন্দ্বীপ উপজেলার শিক্ষা কমিটির সদস্য শফিকুল ইসলাম ভূঁইয়া, মুছাপুর ইউনিয়নের জনপ্রতিনিধি আবুল খায়ের নাদিম চেয়ারম্যান, সিনিয়র উপদেষ্টা চিকিৎসক রফিকুল ইসলাম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা বেলাল উদ্দিন, মাদরাসার পরিচালক হাফেজ মহীউদ্দিন, ক্বারী নুর হোসেন, মুছাপুর ৮নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, মসজিদ সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, সংগঠনের যুগ্ম প্রতিষ্ঠাতা সোহেল রানা, তারেক হোসেন সোহেল, প্রতিষ্ঠাতা সদস্য শাহাদাত বিন, আমিন রসুল আরমান, সমন্বয়কারী শাহাদাত হোসেন, উপ-সচিব আনোয়ার হোসেন, সাবেক অর্থ সম্পাদক আবুল হাশেম সওদাগরসহ সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদের অন্যান্য সদস্যরা।

বক্তারা এমন কাজের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রবাসীদের চিন্তাশীল চেতনাকে কাজ লাগিয়ে দূর প্রবাস থেকে অনলাইন প্রযুক্তি ব্যবহার করে মানবিক কাজের উদ্যোগকে স্বাগত জানাই। সংগঠনের সব সদস্যকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করে মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও সন্দ্বীপ উপজেলার শিক্ষা কমিটির সদস্য সফিকুল ইসলাম ভূঁইয়াসহ দায়িত্বশীলরা বলেন, আর্ত-মানবতার সেবাই নিজেকে বিলিয়ে দিয়ে অসহায় মানুষের ‘সুখ-দুঃখে পাশাপাশি’ থাকার জন্য, ১লা মার্চ ২০১৭ সালে সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদের যাত্রা হয়।

তারা বলেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার চেষ্টা করে আজ ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলাম। আমরা এর আগে অর্ধ কোটি টাকার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আমরা অসহায় রোগীদের অনুদান, নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার খরচ বহন, প্রতিবন্ধীর পাশে দাঁড়ানো, বিভিন্ন দ্বীনি ও সামাজিক শিক্ষাপ্রতিষ্ঠানে অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ঈদবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বাসস্থান নির্মাণ, কর্মসংস্থানের জন্য সেলাইর মেশিন বিতরণ, ব্লাড ক্যাম্পিং এর জন্য বিভিন্ন সংগঠনকে আর্থিক সহযোগিতা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ সামাজিক উন্নয়নমুখী কাজে ভূমিকা রেখে আসছি।

সন্দ্বীপ ১৬নং সারিকাইত ইউনিয়নের ২নং ওয়ার্ড বাংলাবাজার সংলগ্ন দু’তলা ফাউন্ডেশন স্থাপন করে ১৫ লক্ষ্য টাকা ব্যয় সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ জামে মসজিদ নির্মাণকাজ প্রায় সমাপ্তির দিকে। আশাকরি সকল সদস্যের দোয়া, আন্তরিকতা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমরা সন্দ্বীপের প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে আমাদের কার্যক্রম পরিচালনা করতে সক্ষমতা অর্জন করবো। মানবতা বিস্তারে আমরা নিজেকে বিলিয়ে মানবতার আলোকিত সন্দ্বীপ বিনির্মাণের স্বপ্ন দেখি।

২০১৭ সালে ১লা মার্চ এক ঝাঁক (১৬ জন) তরুণ প্রবাসীর উদ্যোগে অনলাইন আত্ম বিশ্বাসের ওপর গঠিত হয়ে, ‘সুখ-দুঃখে পাশাপাশি’ স্লোগান ধারণ করে মানবতার কল্যাণে অঙ্গীকার বদ্ধ হয়ে যাত্রা করে। যার বর্তমানে বাংলাদেশ, দুবাই, কুয়েত, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, বাহারাইন, আমেরিকাসহ বিভিন্ন দেশে অবস্থানরত বিভিন্ন পেশাজীবী ও শিক্ষার্থী নিবন্ধিত সদস্য হয়ে সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদের সাথে সংযুক্ত।

যার বর্তমান সদস্য সংখ্যা ২৪৫ জন। সংগঠনটির রয়েছে তিন স্তর সংবলিত কমিটি- ১.উপদেষ্টা পরিষদ, ২.সমন্বয়কারী পরিষদ ও ৩.কার্যকরী পরিষদ। উল্লিখিত কার্যকরী পরিষদের গুরুত্বপূর্ণ পদ সমূহ গণতন্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনী পদ্ধতি অনুসরণ করে সদস্য ভোটদানের মধ্যদিয়ে কার্যকরী কমিটি গঠিত হয়।

সংলাপ-২১/০৩/০০৭/আ/আ

সম্পর্কিত পোস্ট