প্রকাশ: ৭ নভেম্বর ২০২৩ | ৩:১৬ অপরাহ্ণ আপডেট: ৭ নভেম্বর ২০২৩ | ৩:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।
তিনি বলেন, হাটহাজারীতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহ চমেকের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্ত হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।