শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সকাল থেকেই যানজটে নাকাল রাজধানীবাসী

প্রকাশ: ৪ এপ্রিল ২০২২ | ১২:০০ অপরাহ্ণ আপডেট: ৪ এপ্রিল ২০২২ | ১২:০০ অপরাহ্ণ
সকাল থেকেই যানজটে নাকাল রাজধানীবাসী

প্রায় এক মাস ধরেই যানজটের যন্ত্রণায় ভুগছে রাজধানীবাসী। দিন যতো যাচ্ছে, যানজটের পরিমাণও বাড়ছে। এর মধ্যে রোববার রমজানের প্রথম ইফতারের সময় ভয়ংকর যানজটের দৃশ্য দেখেছে নগরবাসী। যানজটের কারণে অনেককেই রাস্তায় ইফতার করতে দেখা গেছে। আজ সকাল থেকেই যানজটে নাকাল রাজধানীবাসী।

রাস্তায় বাস ৫ মিনিট চললেও, যানজটের কারণে দাঁড়িয়ে থাকছে ৩০-৪৫ মিনিট। আবার কোনো যায়গায় ঘণ্টা পার হয়ে গেলেও গাড়ি আগানোর কোনো লক্ষণ নেই। ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থাকার পর এক সময় বিরক্ত হয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন মানুষ।

সোমবার (৪ এপ্রিল) সকাল থেকে রাজধানীর মালিবাগ, শান্তিনগর, রামপুরা, মেরুল বাড্ডা ও উত্তর বাড্ডা এলাকা ঘুরে যানজটের এ চিত্র দেখা যায়।

আজ সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এসব এলাকার যান চলাচল কিছুটা স্বাভাবিক ছিল। কিন্তু সকাল সাড়ে ৯টার পর হঠাৎ করে যানজটের সৃষ্টি হয়। যা এখনও রয়েছে।

যানজটের নিয়ে বাড্ডা এলাকায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট মো. কালাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকেই ভয়াবহ যানজটের শুরু হয়েছে। এখন আবার রমজান শুরু হয়েছে। সকালে ও ইফতারের আগে প্রচুর যানজটের সৃষ্টি হয়। কারণ এই দুটি সময়ে একসঙ্গে অনেক মানুষ বের হয়। তবে সর্বাত্মক চেষ্টা করি যানজট নিয়ন্ত্রণে রাখতে।

এদিকে খোঁজ নিয়ে আরও জানা গেছে, সকাল থেকেই রাজধানীর শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট ও পান্থপথ এলাকা হয়ে নিউমার্কেট পর্যন্ত ব্যাপক যানজট রয়েছে। ওইসব এলাকায় যানজটের কারণে নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সকাল থেকেই।

সম্পর্কিত পোস্ট