সংযুক্ত আরব আমিরাতে স্টারহোম সুপার মার্কেটের গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন হয়ছে। সোমবার (১৯ মার্চ) আমিরাতের ডেরা দুবাইস্থ আয়াল নাসের ও নাইফ এরিয়ায় সম্পূর্ন বাংলাদেশী মালিকানাধীন স্টারগোল্ড গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান স্টারহোম সুপার মার্কেটের গ্র্যান্ড ওপেনিং হয়। গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার (এমপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম জামাল হোসেন, কনসাল জেনারেল, বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই, ফাতেমা জাহান , লেবার কাউন্সিলর, বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই।
এই সময় আরও উপস্থিত ছিলেন স্টারগোল্ড গ্রুপ ও স্টারহোম সুপার মার্কেটের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর এক্সিকিউটিভ মেম্বার আবুল কালাম (সিআইপি), বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর সহ সভাপতি রাজা মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর এক্সিকিউটিভ মেম্বার হাজী আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর এক্সিকিউটিভ মেম্বার জাকির হোসেন, তরুণও দক্ষ রাজনীতিক, বাংলাদেশ আওয়ামীলীগ সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউসার, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ আওয়ামীলীগ দুবাই এর সভাপতি দেলোয়ার আহমেদ, বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্টারগোল্ড গ্রুপ ও স্টারহোম সুপার মার্কেট এর উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকেই ।