ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল দিতে বিকেলে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেল ৩টায় কমিশনারদের এ বৈঠক শুরু হবে। ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় কমিশনের ৯২তম সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে আয়োজিত সভা শেষে ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে।
কমিশন সভার আলোচ্য সূচির মধ্যে রয়েছে- ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য জাতীয় পরিচয়পত্রের নমুনা, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর সংশোধনী এবং বিবিধ।
ইতিমধ্যে পাঁচ ধাপের ইউপি ভোটের তফসিল দিয়েছে ইসি। এবার শেষ ধাপে জটিলতা নেই এমন বাকি সব ইউপির ভোট সম্পন্ন করতে চায় কমিশন।
উল্লেখ্য, দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপি’র মধ্যে ইতিমধ্যে পাঁচটি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪২টি এবং পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৭০৭টি ইউপিতে ভোট নেবে ইসি।