দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি বিশেষ মহল দেশে-বিদেশে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানিয়েছেন ফ্রান্স আওয়ামী লীগের নেতারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫১তম বার্ষিকী উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন দলের নেতারা।
রবিবার রাজধানী প্যারিসের স্থানীয় একটি মিলনায়তনে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আবুল কাশেম, সোহরাব মৃধা, মুক্তিযোদ্ধা কামরুল হাসান বকুল, নাসির চৌধুরি, ফয়সাল ইকবাল হাশমি, মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। নিজেদের অর্থায়নে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর মতো বড় মেগা প্রকল্প।
অনুষ্ঠানে জাতির পিতা পরিবার ও মুক্তিযুদ্ধের শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় দেশ ও জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শহিদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে ফ্রান্স আওয়ামী লীগ ছাড়াও নগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত হন।
সংলাপ-২৯/০৩/০০৪/আ/আ