
২০১৮ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর আলো ছড়িয়েছিলেন অফ স্পিনার নাঈম হাসান। ২০২১ সালের শুরুতে মাত্র ৭ টেস্ট খেলেই তার আন্তর্জাতিক ক্রিকেট থমকে যায়। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত প্রত্যাবর্তনে দল থেকে বাদ পড়ে যান নাঈম। আবার সেই মিরাজের ইনজুরিতে কপাল খুলেছে নাঈমের। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দলে ফিরেছেন।
২১ বছর বয়সী এই তরুণ ভিডিওর সাহায্য খুঁজে নিচ্ছেন প্রতিপক্ষের শক্তিমত্তা আর দুর্বলতার জায়গাগুলো। আজ (সোমবার) চট্টগ্রামে অনুশীলের ফাঁকে এইসব কথা শোনালেন নাঈম।
নাঈম বলেন, ‘আমি শ্রীলঙ্কার ভিডিও দেখছি। যদি সুযোগ পাই ভিডিও দেখার সুবিধাটা কাজে লাগতে পারবো। ওদের দল দেখে সবারই ভিডিও দেখছি।
নাঈম আরও বলেন, আলহামদুলিল্লাহ দলে আবার সুযোগ পেয়েছি, খুব ভালো লাগছে আল্লাহর রহমতে।
বড় ভাইদের সাথে ড্রেসিংরুম শেয়ার করতে অনেক ভালো লাগে। ওদের থেকে শিখার অনেক কিছু আছে।
১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। আগেভাগে অনুশীলন শুরু করে দিয়েছে স্বাগতিকরা। নাঈম সময় দিয়েছেন টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে। হেরাথ জাতীয় দলে যোগ দেওয়ার পর প্রথমবার তার সঙ্গে কাজ করলেন নাঈম।