টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মূল স্কোয়াড ছিল ১৫ সদস্যের। রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে স্ট্যান্ডবাই হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল ওমানে দলের সঙ্গে। সেখান থেকে হঠাৎ করে রুবেল জায়গা পেয়ে গেছেন মূল দলে।
টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে স্কোয়াডে একজন পেসার বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানায় বিসিবি।
করোনা পরিস্থিতির কারণে দল বড় করার স্বাধীনতা রেখেছে আইসিসি। যে কারণে ১৭ জন নিয়ে মূল বিশ্বকাপের আগে বাছাইপর্ব খেলতে ওমান গেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার নিয়ে বিশ্বকাপের প্রাথমিক মিশন শুরু করছে।
ওমান ক্রিকেট একাডেমি মাঠে আগামী ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ জার্নি। তবে এর আগে অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগামীকাল রোববার বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। মোস্তাফিজুর রহমান আইপিএল শেষ করে শারজাহ থেকে আবু ধাবিতে টিম হোটেলে পৌঁছেছেন। টাইগার পেসার এখন পুরো দলের অপেক্ষায়।
আবু ধাবিতে আগামী মঙ্গলবার প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, বৃহস্পতিবারের ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। তারপরও ওমান ফিরে বাছাইপর্বের বাধা পেরোতে মাহমুদউল্লাহ রিয়াদের দল একে একে লড়বে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওমানের বিপক্ষে।
বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, রুবেল হোসেন।
রিজার্ভ: আমিনুল ইসলাম বিপ্লব।