সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

শেখ হাসিনার উপহারের আম পেয়ে খুশি সিঙ্গাপুর সরকার

প্রকাশ: ২৪ জুন ২০২২ | ১০:৫০ অপরাহ্ণ আপডেট: ২৪ জুন ২০২২ | ১০:৫০ অপরাহ্ণ
শেখ হাসিনার উপহারের আম পেয়ে খুশি সিঙ্গাপুর সরকার

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর সরকারকে মধুমাস জৈষ্ঠ্যের উপহার (আম) পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো আম গত বৃহস্পতিবার (২৩ জুন) সিঙ্গাপুরে পৌঁছায়।

অতি দ্রুত তা সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তৌহিদুল ইসলামের তত্ত্বাবধানে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে।

এছাড়া, প্রধানমন্ত্রীর প্রেরিত আম সিঙ্গাপুর সরকারের মন্ত্রীবর্গ, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন বন্ধুপ্রতীম দেশের রাষ্ট্রদূত বরাবর পৌছে দেয়া হয়।

স্বাদে, গন্ধে অতুলনীয় বাংলাদেশী মৌসুমী আমের মাধ্যমে প্রেরিত বন্ধুত্বের এ বার্তায় অভিভূত উপহারপ্রাপ্তরা। প্রাপ্তিস্বীকারে তারা প্রধানমন্ত্রীর প্রেরিত এ সৌজন্য উপহারের জন্য তাঁর সুচিন্তিত কূটনীতির ভূয়সী প্রশংসা করেছেন। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন এবং অব্যাহত প্রবৃদ্ধি অর্জনে শুভকামনা ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট