শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: ৮ জুন ২০২২ | ৭:৩০ অপরাহ্ণ আপডেট: ৮ জুন ২০২২ | ৭:৩০ অপরাহ্ণ
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ আওয়ামী লীগ অষ্ট্রেলিয়ার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি ও কটুক্তির প্রতিবাদে সিডনির লাকেম্বার ধানসিঁড়ি রেস্তোরায় এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ অষ্ট্রেলিয়ার (সিরাজ- চুন্নু) সভাপতি ড. সিরাজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদ্যুত সিং চুন্নুর সঞ্চালয়ানায় ভার্চুয়ালি সমাবেশে অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এবং কেন্দ্রীয় সদস্য এ্যাডভোকেট সানজিদা খাতুন।

এসময় বক্তব্য রাখেন, ইমিরেটস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ওয়েষ্টার্ণ সিডনি ইউনিভার্সিটির আইনের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. মাসুদুল হক, বঙ্গবন্ধু পরিষদ অষ্ট্রেলিয়ার সভাপতি ড. রতন কুন্ডু, সিডনি আওয়ামী লীগের সভাপতি ও যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক গাউসুল শাহাজাদা আলম, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি, মোহাম্মাদ আলী সিকদার, সাংগঠনিক সম্পাদক মোসলেহ রহমান খুশবু, দিদার হোসেন, মিল্টন আহম্মেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা বিলকিশ জাহান, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিলুফার ইয়াসমীন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া আল মামুন স্বপন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ অষ্ট্রেলিয়ার সভাপতি আমিনুল ইসলাম রুবেল, যুগ্ম-সাধারন সম্পাদক পল সৈকত, সিডনী আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন লাল্টু, ড. তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ও দেলোয়ার সরকার, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বাসভুমি টিভির কর্নধার আকিদুল ইসলাম, অষ্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোশিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন।

এতে কালাম খান, সুহৃদ সোহান হক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাসার রিপন, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম, সরোয়ার হোসেন, সফিক শেখ, জহির চেয়ারম্যান, জুয়েল হাওলাদার, সালাহউদ্দিন বেপারি উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, এই দুষ্কৃতকারীদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহবান জানান।

সম্পর্কিত পোস্ট