বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

শেখ হাসিনাকে মোকাবিলা করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য বিএনপির

প্রকাশ: ২৬ মে ২০২২ | ৭:৩৮ অপরাহ্ণ আপডেট: ২৬ মে ২০২২ | ৭:৩৮ অপরাহ্ণ
শেখ হাসিনাকে মোকাবিলা করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য বিএনপির

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বলেছেন, তিনি (প্রধানমন্ত্রী) লন্ডনে এলে তাকে সুস্থভাবে দেশে ফিরে যেতে দেওয়া হবে না। এ সময় শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলার ঘোষণা দেন তিনি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘কটূক্তি’ করার প্রতিবাদে সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এ কথা বলেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে লন্ডন বাংলা প্রেসক্লাবের অফিসে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কয়সর এম আহমদ।

এতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়া সলিসিটার ইকরামুল হক মজুমদার, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, দপ্তর সম্পাদক ড. মুজিবুর রহমানও প্রশ্নের উত্তর দেন।

এক প্রশ্নের উত্তরে কয়সর এম আহমেদ বলেন, আমরা আন্দোলনের বিষয়ে কতটা সিরিয়াস আপনার দেখবেন। আমরা শুরু করেছি মাত্র। আগামী সপ্তাহ থেকে আপনারা দেখবেন আন্দোলন কাকে বলে। শেখ হাসিনা লন্ডনে আগেও এসেছিলেন এবং ফিরেও গেছেন। ফিরে গিয়ে মিডিয়ার মাধ্যমে বলেছেন, তিনি ভবিষ্যতে আর লন্ডনে আসার দুঃসাহস করবেন না। যদি তিনি লন্ডনে আসার পরিকল্পনা করেন তবে আমরা আপনাদের মাধ্যমে তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাই, কোনো অবস্থাতে সুস্থ অবস্থায় উনি লন্ডন থেকে ফিরবেন না। এটা রাজনৈতিকভাবে যুক্তরাজ্য বিএনপি করবে। উনি চিন্তাই করতে পারবেন না আমার কীভাবে মোকাবিলা করব। আমরা অবশ্যই তাকে মোকাবিলা করব।

সম্পর্কিত পোস্ট