প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১ | ৫:২১ অপরাহ্ণ আপডেট: ১৭ অক্টোবর ২০২১ | ৫:২১ অপরাহ্ণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী এবং শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন করবে দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
এই উপলক্ষে ১৮ অক্টোবর সোমবার দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে বাংলাদেশি শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।
এ ছাড়াও দিবসটি ঘিরে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এই আয়োজনে উপস্থিত থাকতে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন।