সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

শুটিং করতে গিয়ে আহত হলেন তানজিন তিশা

প্রকাশ: ১৬ মে ২০২২ | ১:৫৯ অপরাহ্ণ আপডেট: ১৬ মে ২০২২ | ১:৫৯ অপরাহ্ণ
শুটিং করতে গিয়ে আহত হলেন তানজিন তিশা

শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। হাতে গুরুতর চোট পেয়েছেন তিনি।

রোববার (১৫ মে) সন্ধ্যায় রাজধানীর ঘেঁষা বিরুলিয়ার এক রিসোর্টে একটি মুঠোফোনের বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনাটির কবলে পড়েন জনপ্রিয় এই অভিনেত্রী।

গণমাধ্যমকে তিশা বলেন, বিকেল থেকে সুন্দরভাবেই শুটিং করছিলাম। কিন্ত সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক চোট পাই। পুরো হাত ফুলে গিয়েছে, নাড়াতে পারছি না। বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছি।

জানা গেছে, আগা নাহিয়ানের নির্দেশনায় বিজ্ঞাপনটিতে তিশার সহশিল্পী হিসেবে রয়েছেন ক্রিকেটার তাসকিন আহমেদ। এই শুটিংয়ের আরও তিন দিনের শুটিং বাকি।

উল্লেখ্য, এবার ঈদে কয়েকটি নাটকে দেখে গেছে তানজিন তিশাকে। একাধিক নাটকে তার অভিনয় প্রশংসিতও হয়েছে।

সম্পর্কিত পোস্ট