বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

শুটিংয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২ | ৬:৩২ অপরাহ্ণ আপডেট: ১২ নভেম্বর ২০২২ | ৬:৩২ অপরাহ্ণ
শুটিংয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের নারীদের জুনিয়র দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার দেগু শহরে চলমান আসরে সাজেদা হক, মৌমিতা রিয়া ও জাফিয়া জ্যোতির হাত ধরে আসে এ সাফল্য।

ব্রোঞ্জ পদকের ম্যাচে কাজাখস্তানকে ১৭-৫ পয়েন্টে হারান নতুন প্রজন্মের তিন শুটার। এদিকে নারীদের ব্যক্তিগত ইভেন্টে অল্পের জন্য ব্রোঞ্জ পদক মিস করেছেন কামরুন নাহার কলি। ০.৩ পয়েন্টের ব্যবধানে পদক হাতছাড়া হওয়া এ শুটার চতুর্থ হয়েছেন। তার আগে মিশরে বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য ফাইনাল মিস করার আক্ষেপে পুড়েছেন তিনি। নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে কলির স্কোর ছিল ২৫৯.১। ব্রোঞ্জজয়ী কাজাখস্তানের লি আলেকজান্দ্রা ২৫৯.৪ স্কোর গড়েছেন। ভারতের মেহুলী ঘোষ ২৬১.১ স্কোর গড়ে রুপা জিতেছেন। স্বর্ণজয়ী চু ইউন-ইয়াংয়ের স্কোর ছিল ২৬২.৫।

‘দেগু এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে রাব্বি হাসান মুন্না ফাইনাল খেলেছেন। কামরুন নাহার কলি অল্পের জন্য পদক মিস করেছেন। শেষ পর্যন্ত নারীদের দলগত ইভেন্টে আমরা পদক পেলাম। ইরানি কোচ মোহাম্মদ জায়ের রেজায়ি বছরজুড়ে শুটারদের নিয়ে কাজ করেছেন। এটা তারই সুফল। এখনো আমাদের একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট বাকি রয়েছে। আশা করছি, সেখান থেকেও পদক আসবে’ বলছিলেন বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইশতিয়াক আহমেদ বাবলু।

সম্পর্কিত পোস্ট