সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

শীর্ষে ব্রাজিল, দুইয়ে আর্জেন্টিনা

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২ | ৪:৩৬ অপরাহ্ণ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ | ৪:৩৬ অপরাহ্ণ
শীর্ষে ব্রাজিল, দুইয়ে আর্জেন্টিনা

তিন যুগ পর বিশ্বকাপের শিরোপা জিতল আর্জেন্টিনা। উৎসবে মাতোয়ারা আর্জেন্টাইন ও তাদের সমর্থকরা। বিশ্বজয়ের পরও ফিফার কাছ থেকে সুসংবাদ পাচ্ছেন না লিওনেল মেসিরা। আগামী বৃহস্পতিবার প্রকাশিত হবে ফিফার নতুন র‍্যাঙ্কিং। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের পরেই থাকতে হচ্ছে আর্জেন্টিনাকে। আর ২২ নম্বরে থেকে কাতার বিশ্বকাপ খেলতে যাওয়া মরক্কো উঠে আসছে ১১-তে।

এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে ক্রীড়াবিষয়ক গণমাধ্যম ইএসপিএন। কাতার বিশ্বকাপের মোট পাঁচ ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে তিনটি জয় পেয়েছে তারা। গ্রুপ পর্বে ক্যামেরুনের কাছে হেরেছে সেলেসাওরা। আর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে ক্রোয়েশিয়ার কাছে হেরে।

অন্যদিকে আর্জেন্টিনা সরাসরি জিতেছে চারটিতে আর একমাত্র হার সৌদি আরবের কাছে। এ ছাড়া পেনাল্টি শুটআউটে জিতেছে দুই ম্যাচ। টাইব্রেকে ম্যাচ গড়ানোয় ব্রাজিলকে ছাড়িয়ে যেতে পারেনি আলবিসেলেস্তারা।

প্রতিবেদনটিতে বলা হয়, নতুন প্রকাশ হতে যাওয়া র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা ও ফ্রান্স যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় থাকবে। আর গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া বেলজিয়াম নেমে যাবে চতুর্থ স্থানে। বিশ্বকাপের তৃতীয় ক্রোয়েশিয়ার অবস্থান হবে সাত নম্বরে। বিশ্বকাপ খেলতে না পারা ইতালি থাকবে অষ্টমে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিতে যাচ্ছে কাতার বিশ্বকাপের চমক মরক্কো। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা মরক্কো ২২ থেকে উঠে আসবে ১১-তে।

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ২০
১. ব্রাজিল, ২. আর্জেন্টিনা, ৩. ফ্রান্স, ৪. বেলজিয়াম, ৫. ইংল্যান্ড, ৬. নেদারল্যান্ডস, ৭. ক্রোয়েশিয়া, ৮. ইতালি, ৯. পর্তুগাল, ১০. স্পেন, ১১. মরক্কো, ১২. সুইজারল্যান্ড, ১৩. মার্কিন যুক্তরাষ্ট্র, ১৪. জার্মানি, ১৫. মেক্সিকো, ১৬. উরুগুয়ে, ১৭. কলম্বিয়া, ১৮. ডেনমার্ক, ১৯. সেনেগাল, ২০. জাপান

সম্পর্কিত পোস্ট