বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

শিশুর কামড়ে সাপের মৃত্যু

প্রকাশ: ৭ জুন ২০২২ | ৪:১২ অপরাহ্ণ আপডেট: ৭ জুন ২০২২ | ৪:১২ অপরাহ্ণ
শিশুর কামড়ে সাপের মৃত্যু

খেলার সময় খাটের নিচে থাকা সাপের বাচ্চাকে কামড় দেয় জান্নাতুল ফেরদৌস নামে এক শিশু। এতে ক্ষতবিক্ষত হয়ে সাপটি মারা যায়। আতঙ্কে শিশুটির পরিবারের সদস্যরা সাপের বাচ্চাসহ হাসপাতালে নিয়ে আসেন। পরে শিশু জান্নাতুল ফেরদৌসকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়।

মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে।

শিশুটির মা বলেন, সকালে চাচাতো ভাই কাউসারের সাথে ঘরে খেলছিল জান্নাতুল। খেলার একপর্যায়ে দুজনেই খাটের নিচে চলে যায়। এ সময় ঘটের নিচে থাকা একটি সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড় দেয় জান্নাতুল। পরে সাপটি মারা যায়।

সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন বলেন, শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি রেখে কয়েকঘণ্টা পর্যবেক্ষণ করা হয়েছিল। শিশুটি সুস্থ থাকায় বাড়ি পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট