শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

শিশুপার্কের রাইডস ব্যয় যৌক্তিকভাবে নির্ধারণে ডিএসসিসির কমিটি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২ | ৫:৩৯ অপরাহ্ণ আপডেট: ২১ এপ্রিল ২০২২ | ৫:৩৯ অপরাহ্ণ
শিশুপার্কের রাইডস ব্যয় যৌক্তিকভাবে নির্ধারণে ডিএসসিসির কমিটি

শিশুপার্ক আধুনিকীরণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্পের রাইডস এবং কারিগরী বিবরণী যাচাই ও ব্যয় যৌক্তিকভাবে নির্ধারণের জন্য কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসসিসি সচিব আকরামুজ্জান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে ৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

তিন সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে ডিএসসিসির প্রকৌশলী বিভাগের বিদ্যুৎ সার্কেলের নির্বাহী প্রকৌশলী মহাতাব আহমেদকে। এছাড়া যান্ত্রিক সার্কেলের নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলমকে সদস্য সচিব ও যান্ত্রিক সার্কেলের সহকারী প্রকৌশলী জাকির হোসেনকে কমিটির সদস্য করা হয়েছে।

ডিএসসিসির সচিব আকরামুজ্জামান দপ্তর আদেশের বিষয়টি উল্লেখ করে বলেছেন, গঠিত কমিটি প্রকল্পের প্রস্তুতকৃত রাইডসের কারিগরী বিবরণ যাচাই ও ব্যয় যৌক্তিকভাবে নির্ধারণ করে তা প্রকল্প পরিচালক এবং তত্ত্বাবধায়ক প্রকৌশল বিভাগে দাখিল করবে এই কমিটি।

সম্পর্কিত পোস্ট