শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

শিল্পকলা একাডেমিতে গণসংগীত উৎসবের তৃতীয় আসর

প্রকাশ: ৩০ মার্চ ২০২২ | ১০:০১ পূর্বাহ্ণ আপডেট: ৩০ মার্চ ২০২২ | ১০:০১ পূর্বাহ্ণ
শিল্পকলা একাডেমিতে গণসংগীত উৎসবের তৃতীয় আসর

শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে জাতীয় গণসংগীত উৎসব। এটি উৎসবের তৃতীয় আসর। উৎসবের এবারে আসরের স্লোগান- ‘গণসংগীতের অঙ্গীকার-সাম্য সম্প্রীতির বাংলাদেশ।’

বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ এ উৎসবের আয়োজন করেছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ গতকাল বিকেলে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন। শুক্রবার পর্যন্ত এ আয়োজন চলবে।

উৎসবে ঢাকার ১৬টি এবং সারা দেশের ২৪টিসহ মোট ৪০টি গণসংগীতভিত্তিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে বলে জানা গেছে।

উদ্বোধন পর্বে শেষে ‘মুজিব আমার স্বপ্ন সাধন মুজিব আমার পিতা’, ‘মানুষের মাঝে বসবাস করি’ ও ‘এই সূর্যের উদয়ের পথ’ এই তিনটি গান সম্মেলক কণ্ঠে পরিবেশন করেন ঋষিজ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। এরপর অজিত রায়ের গান পরিবেশন করে চট্টগ্রামের সংগঠন অভ্যুদয়, শ্রমজীবী মানুষের গান পরিবেশন করে পটুয়াখালীর সুন্দরম, সাম্রাজ্যবাদী গান পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী, বঙ্গবন্ধুকে নিবেদিত গান পরিবেশন করে আওয়ামী শিল্পীগোষ্ঠী, বর্ণবাদবিরোধী গানে অংশ নেয় ঢাকার আনন্দন ও শেখ লুৎফর রহমানের গান পরিবেশন করে ঢাকার সংগঠন সমন্বয়। এককসংগীত পরিবেশন করেন তিমির নন্দী, অলক দাশগুপ্ত, শ্রেয়সী রায় ও ফারহানা রহমান কান্তা। ১ এপ্রিল শেষ হবে চারদিনের এই গণসংগীত উৎসব।

সম্পর্কিত পোস্ট