ভারতের তেলেঙ্গানায় পড়া না পারায় স্কুলের শিক্ষকের কাছে মার খেয়েছিলেন অনিল নায়েক নামের ক্লাস টু’র পড়ুয়া ওই ছাত্র। এই ঘটনায় তার শিক্ষককে গ্রেফতারের দাবিতে তেলেঙ্গনায় মেহবুবাবাদ থানায় হাজির হয় ওই ছাত্র।
থানায় কর্তব্যরত মহিলা পুলিশ ইনস্পেক্টর রামাদেবী তাকে থানায় আসার কারণ জানতে চাই। তখন সে বলে, তার শিক্ষক তাকে মেরেছে। কেন মেরেছে জিজ্ঞাসা করলে সে বলে, ঠিকমতো পড়াশোনা না করায় শাস্তি দিয়েছেন শিক্ষক।
পুলিশের জিজ্ঞাসাবাদে সে আরও বলে, ক্লাসের মধ্যে শুধুমাত্র তাকেই মারা হয়েছে। পরে তার সব কথা শুনে তাকে নিয়ে স্কুলে যান ওই নারী পুলিশ ইনস্পেক্টর।
উদ্দেশ্য ছিল বুঝিয়ে সুঝিয়ে মিটমাট করা। কিন্তু ওইটুকু শিশু শিক্ষকের শাস্তি ছাড়া অন্য কথা শুনতে রাজি নয়। অবশ্য পরে কাউন্সেলিংয়ের মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে। খুদে ছাত্রের থানায় চলে যাওয়ায় বিস্মিত স্কুল। অবাক হয়েছেন ইনস্পেক্টর রামাদেবীও।
সূত্র : আজকাল।
সংলাপ ০৬/০৩/০১৩ আজিজ