বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

শাহবাগে অবরোধ, ঢাকায় যানজট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১ | ৩:২৮ অপরাহ্ণ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ | ৩:২৮ অপরাহ্ণ
শাহবাগে অবরোধ, ঢাকায় যানজট

কুমিল্লার ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে ঘটে নাশকতা, মন্দির, বাড়িঘরে হামলা। তারই প্রতিবাদে রাজধানীর শাহবাগে চলছে অবরোধ ও বিক্ষোভ সমাবেশ। ইশকন স্বামীবাগ আশ্রম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এ বিক্ষেভের নেতৃত্ব দিচ্ছে। সোমবার (১৮ অক্টোবর) সকাল থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।আস্তে আস্তে বাড়ে বিক্ষোভকারীর সংখ্যা। অবরোধের ফলে শাহবাগ দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় পল্টন, সায়েন্স ল্যাবরেটরি, বাংলা মোটর ও টিএসসিমুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হন জগন্নাথ হলসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। বিভিন্ন স্লোগান সহ মিছিল দিতে দেখা যায় তাদের। অবরোধ কর্মসূচি থেকে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, দুর্গাপূজা চলাকালীন সময়ে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের একটি মন্দিরে ‘কুরআন অবমাননার’ অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাঙচুর চালানো হয়। এর প্রেক্ষিতে চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনীসহ কয়েকটি জেলায় মন্দিরে হামলা হয়। তারপরেই রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া জেলেপল্লীতে এক তরুণের বিরুদ্ধে ‘ফেইসবুকে ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে হিন্দুদের ২৯টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয় রোববার রাতে।

সম্পর্কিত পোস্ট