রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

শারজায় টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ৪:০২ অপরাহ্ণ আপডেট: ২৬ মার্চ ২০২২ | ৫:৩৩ অপরাহ্ণ
শারজায় টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিটাগং কিংস ক্রিকেট ক্লাব দশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত শারজায় টি-টেন টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার ২৫ মার্চ স্থানীয় সময় দুপুর ২টায় শারজায় বিএমডাব্লিউ ক্রিকেট মাঠে চট্টগ্রাম ক্রিকেট ক্লাব দুবাই বনাম মোসাফফা কিংস ক্লাবের মধ্যকার অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে চট্টগ্রাম ক্রিকেট ক্লাব দুবাই ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।

এর আগে উপস্থিত সবাই সমস্বরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে খেলা শুরু করেন।

খেলায় চট্টগ্রাম ক্রিকেট ক্লাব দুবাই নির্ধারিত ১০ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান তুলতে সক্ষম হয়। জবাবে নির্ধারিত ওভার ব্যাটিং করে ২ উইকেটে মোসাফফা কিংস ক্লাব ১১৭ রানে করে জয় তুলে নেয়।

খেলা শেষে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিটাগং কিংস ক্রিকেট ক্লাবের আয়োজক কমিটির সভাপতি সোহেল কাদের সভাপতিত্বে ও নয়ন আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ সমিতির সভাপতি লায়ন নজরুলর ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জানে আলম হোটেল স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান, স্থানীয় আমিরাতি মোহাম্মদ মোসা, মোহাম্মদ খালেদ ও পরিচালনা কমিটির সদস্য জাহিদ, এহসান, রনি, শহীদ, মাহমুদ, ফোরকান, ইয়াসিন, পারভেজ প্রমুখ।

বক্তারা বলেন, প্রবাসের মাঠিতে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে শরীর ও মন ভাল থাকে। পাশাপাশি অনৈতিক ও নেতিবাচক কোনো কার্যকলাপে জড়িত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। আমারা যেদেশে অবস্থান করি, সেই দেশের নিয়মকানুন মেনে সকলের উচিত খেলাধুলার প্রতি মননিবেশ করা।

ফাইনাল খেলা উপভোগ করতে শারজার এই ক্রিকেট মাঠে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট