শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

শারজায় করোনার বিধিনিষেধ শিথিল

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ১২:৫১ পূর্বাহ্ণ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ১২:৫৫ পূর্বাহ্ণ
শারজায় করোনার বিধিনিষেধ শিথিল

করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় শারজায় আরোপিত বিধিনিষেধ ধীরে ধীরে তুলে নেওয়ার ঘোষণা এসেছে। পাশাপাশি নতুন নিয়মকানুনও ঘোষণা করেছে শারজা প্রশাসন।

শারজাহ’র স্থানীয় জরুরি, সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের তথ্য মতে, পর্যটন কেন্দ্র, বিনোদন সুবিধা, শপিং মল ও পরিবহনে বিধিনিষেধ শিথিল করা হবে। বিবাহ ও অন্ত্যেষ্টিক্রিয়ার মতো সামাজিক অনুষ্ঠানগুলো সর্বাধিক ধারণ ক্ষমতার অংশগ্রহণকারী নিয়ে আয়োজন করা যাবে। মসজিদ ও উপাসনালয়ে সামাজিক দূরত্ব এক মিটারে নামিয়ে আনা হয়েছে। তবে নাগরিকদের মাস্ক পরা, টিকা নেওয়া এবং বুস্টার ডোজ নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ সতর্কতামূলক ব্যবস্থায় চলাচলের আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বিধিনিষেধ লঙ্ঘনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট