রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

শারজায় ইয়ারা’র ১৩তম শাখা উদ্বোধন

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২ | ২:৪৫ পূর্বাহ্ণ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ২:৪৫ পূর্বাহ্ণ
শারজায় ইয়ারা’র ১৩তম শাখা উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশি ব্র্যান্ড কোম্পানি ইয়ার ইন্টারন্যাশনাল কোম্পানির ১৩ তম শাখা উদ্বোধন করা হয়েছে। দেশীয় তৈরি পোশাকের বৃহত্তর বাজার সৃষ্টির লক্ষ্যে সৌদি আরব ও বাহরাইনের পর সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করেছে এই প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার মধ্যরাতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজমান রাজপরিবারের সদস্য শেখ আহমেদ বিন রশিদ বিন হুমায়েদ আল নোয়াঈমি। এসময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান আনোয়ার ও উদ্যোক্তা মোহাম্মদ হুমায়ুন কবির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, ইউরোপ, আমেরিকার পর মধ্যপ্রাচ্যে এখন বাংলাদেশি গার্মেন্টস পণ্যের বাজার সয়লাব হতে শুরু করেছে। গতকয়েক দশকে বাজারটি ভারত, চীন ও ভিয়েতনামের দখলে থাকলেও ধীরে ধীরে এটি বাংলাদেশিদের দখলে আসতে শুরু করেছে। বিশ্ববাজারে বাংলাদেশি ব্র্যান্ড কোম্পানি ইয়ারা ইন্টারন্যাশনাল বাংলাদেশি গার্মেন্টস পণ্যের বৃহত্তম বাজার সৃষ্টির লক্ষ্যে এখানে যাত্রা শুরু করেছে।

তারা আরো বলেন, একসময়ে সংযুক্ত আরব আমিরাতের আবায়া শিল্পে বিপ্লব এনেছেন বাংলাদেশি আবায়া শিল্পের শ্রমিকরা। তবে গার্মেন্টস শিল্পের বাজারটি ছিল ভারত পাকিস্তান চীন ও ভিয়েতনামের কাছে। বর্তমানে সে দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে। ব্যাপক পরিবর্তন এসেছে। বাংলাদেশি গার্মেন্টস পণ্যের আধিপত্য এখন অন্যান্যদের কাছে ঈর্ষণীয়। সেই জায়গা থেকে এখন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইয়ারা ইন্টারন্যাশনাল আমিরাতে নিজেদের উৎপাদিত দেশীয় পণ্যের বিশাল শপিং সেন্টার স্থাপন করেছে।

ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান আনোয়ার বলেন, ইয়ার ইন্টারন্যাশনাল মধ্যপ্রাচ্যের ক্রেতাদের কথা মাথায় রেখে পণ্য উৎপাদনে হাত দিয়েছে। প্রত্যাশা করছি, এই বাজারটিতে সফলতার শতভাগ পূরণ হবে। এ ছাড়া বাংলাদেশিদের জন্য এটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠবে।

সম্পর্কিত পোস্ট