সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

শান্তিরক্ষা মিশনে মালি গেলেন পুলিশের ১৪০ সদস্য

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২ | ৭:৪১ অপরাহ্ণ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ | ৭:৪১ অপরাহ্ণ
শান্তিরক্ষা মিশনে মালি গেলেন পুলিশের ১৪০ সদস্য

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালিতে পৌঁছেছেন বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোর উদ্দেশে রোববার (৩০ জানুয়ারি ) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মালিতে পৌঁছেছেন বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোর উদ্দেশে রোববার (৩০ জানুয়ারি ) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এই ১৪০ পুলিশ সদস্য।

মিশনগামী সদস্যদের মধ্যে কমান্ডার হাসান মো. শওকত আলীর নেতৃত্বে ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মো. রাহাত গাওহারীর নেতৃত্বে ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।
এর আগে গত ১৩ জানুয়ারি একই কন্টিনজেন্টের অগ্রগামী দলের ১৪০ সদস্য মালিতে যান শান্তিরক্ষা মিশনে।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।

সম্পর্কিত পোস্ট